আঙুল দিয়েই দেন দেখিয়ে
অকাট্য সব প্রমাণ,
বারুদ ছাড়াই যায় পোড়ানো
উদ্ধতারই নিশান।

বেজন্মায় তাই দেন ক্ষমতা
অর্থ বিত্ত শৌর্য,
মুমিন কে দেন দুখ অনটন
অভাব ঈমান ধৈর্য্য!

শাসক তো সে হয় বিচারক
উন্মোচনে সত্য,
স্বৈরশাসক যায় পালিয়ে
লজ্জিত নয় মর্ত্য।

ভিক্ষারি পায় রাজসিংহাসন
গোলাম করেন আযাদ,
মুমিন কে দেন শিক্ষা টা তাঁর
পূন্যতে কর আবাদ।

১৮/০১/২০২৫ ইং
ময়মনসিংহ।