আছিস কোনো বেনামাজি
অবিশ্বাসী স্রষ্টায়?
কোরআন কে পড় হাদীস কে ধর
এসে দীনের রাস্তায়।
মক্কাতে যা, আয় মদিনায়
দীনটাকে কর পরখ,
কেমন ছিলেন খোদার রাসূল
দুই জাহানের শাসক!
আলোর নূরে প্রস্ফুটিত
কেমন ছিলেন উমর?
চার খলিফার উসমান আলী
কেমন আবু বকর?
আছে কি ভুল! কোরআনে নেই?
পাসনি হাদীস খুঁজে?
নে খুঁজে তুই খোদার জমিন
সৃষ্টি কে নে বুঝে।
১০/০১/২০২৫ইং
মদিনা, সৌদি আরব।