কাক ব্যাটা কয়, লাগবো না তেল
শইল্লে মাইখ্যা আটা,
লাইনে দাঁড়া পেখম তুইল্যা
শাক দিয়া ঢাক কাঁটা।
ডুব দিয়া আয় দুধের জলে
নাক দিয়া দে খৎ,
শপথ কইরা মুখ তুইল্যা ক
থাকবি আর না সৎ!
দেখুম ব্যাটা মিথ্যে কথার
কেমুন গড়িস ভীত,
কেমনে কাঁড়িস ত্রানের টাকা
ল্যাংটা রাখিস শীত।
বোল ডোজারে ভাইঙ্গা বাড়ি
মর্টগেজে দিস লোন,
ডাক দিয়া কইস্ আর্তের পাশে
সদাই শাসক বইন!
টিপ দিয়া লইস জমি- জিরাইত
আগুনে দিস ঘী,
দুধের মাছি হইয়া শুনাইস
মিষ্টি কথার শ্রী।
০৪/০১/২০২৫ ইং
মক্কা, সৌদি আরব।