এখনো কুকুর উৎ পেতে রয়
ঘাপটি মেরে শিয়াল,
হায়েনারা বসে আঁধার ঘরেই
রাখছে আঁড়ে খেয়াল।

কোন মাঠে আজ নিথর শকুন
উড়ছে ঘিরে কাক,
পেলেই সুযোগ হাঁক দিতে চায়
বিপ্লবেরই ডাক।

নৎসাতে চায় ডাকাত লড়ুক
ঘটুক শান্তি বিঘ্ন,
মাতৃভূমি তার জ্বলুক পুড়ুক
গোল্লাতে যাক স্বপ্ন।

এখন-ই সময় প্রতিহতে বধ
শত্রুতে ধর টুঁটি,
চাস যদি ভোর জাহান্নামে ছোড়
ওদের কে দে ছুটি!

১২/০১/২০২৫ ইং
মদিনা, সৌদি আরব।