পা চাটার দল বললো যখন
গাছ টা হলো গোল,
তুইও পেড়ে ফল টা খেলি
এক ঢোকেতে ঘোল!

আজকে যখন পেটের অসুখ
দেখলি শর্ষে ফুল!
সেই শোনালো আসল কারণ
ভাতের থালায় চুল।

তাই শোনে তুই আপনজনের
ধরলি চেপে বোল,
বললি, "বান্দি, চুল কেনো পাই
খেতে বসে ঝোল?"

দেখলি না তুই রাজ পেয়াদাই
লাগায় গ্লাসে ধূল,
চাইছে মারতে অজান্তে তোর
বদলে নিজের খোল।

০৬/০৮/২০২৪ইং
চট্টগ্রাম।