যখন তখন যথায় তথায়
দেয় পরিচয় নেতা,
আসলে ভাই অফিস পিয়ন
সরকারি পায় ভাতা!
মুখের মধ্যে দেশ বুলি সেই!
মনের মধ্যে দল,
ন'টা পাঁচ'টা মিটিং মিছিল
বাদ বাকীটায় মল।
অফিস টা তার আড্ডা খানা
রাজনীতিরই আখড়া,
সরকারি কাজ রাজনীতি আজ
দিচ্ছে কে ভাই বাগড়া!
নেতার প্রীতি রাজার নীতি
দেশটা কি আর মূখ্য?
কাজ ফেলে তাই দলাদলি
বাড়ায় দেশের দুঃখ।
১৪/১১/২০২৩
ময়মনসিংহ।