নির্বোধ তো সে স্বপ্ন দেখে
ঘুমেই বিশ্ব জয়ের,
আঁধার ভেবে চাঁদ কে টানে
ভয়টা সূর্য ক্ষয়ের।

কিন্তু যাদের অশ্রু ঝরায়
স্বপ্ন গেছে ডুবে,
জানে তো সেও সব পেয়ে কেউ
হয়নি সুখি ভবে!

উদ্যোমে তাই সাহস বাড়ায়
আবার আঁকে ছবি,
হাত ধরে তার হাঁটছে পাশে
দুঃখ জয়ের কবি।

২০/০৯/২০২৩
চট্টগ্রাম।