এইবার চাষী ফসল তুইলা একখান দিয়ো ঘর?
আগুন মাসের শেষ শুক্কুরবার নইলে করবা পর!
বাজান আমার দেখছে জামাই সেই মদন পুরের চর!
তাঁর নাকি ঘর টিনের চাউনি পয়সা ওয়ালা বর!
চায় না কিছুই বিয়ার বাজার যৌতুকের নাই গরজ,
চায় সে কেবল ডাঙ্গর কুসুম, মাইয়া সরল সহজ।
উল্টো কইছে গয়না দিবো গঞ্জের কাঁথান শাড়ি,
ভাইরে দিবো সাইকেল কিন্না বাপে পাইবো ঘড়ি!
আমি চাষী চাই না কিছুই তোমারে চাই কেবল,
মাটির ঘরেই রাইখো তুমি হইয়ো শীতের সম্বল।
আমি চাষী জোছনা দেখুম তোমার লগে রাইতে,
হাতখান ধইরা হাঁটুম পাড়া গাঙ্গে যামু নাইতে।
ফাগুন আইলে বইসা শুনুম তোমার কন্ঠে গান
হাইসা কইবা পাগলি কুসুম আমি ভুলুম মান।
আমি চাষী চাই না কিচ্ছু, তোমারে চাই জীবন,
তুমি কেবল বাইন্দো ঘর আমার যাইবো যৌবন।
২০/০২/২০২৫ ইং
চট্টগ্রাম।