কাকে দিলে, কে পেলো না
পুষে রেখে মনে,
ভাবছো ক্ষমায় চাইতে দুয়ার
যাবে জনে জনে?

মানুষ এখন খুব হিসেবি
মন কে বিকোয় ধনে,
দেখলে বিপদ দূরেই থাকে
চিনে আপন জনে?

সেই সে জনে বিলায় ধনে
সুখটা ক্ষণে ক্ষণে,
দেখবে চাওয়া হয়নি পূরণ
বলবে জনে জনে।

ভাগ করে দাও জায়গা জমি
আকাশ পুরো কিনে,
জানবে তখন আপন ক'জন
সব কিছু লয় মেনে।

এতো করেও ক'জন বলো
তোমায় রাখে মনে?
তার চেয়ে ভাই স্রষ্টা চিনো
মিলতে তাহার সনে।

০২/০৬/২০২৩
ময়মনসিংহ।