আল্লাহ যাকে দেন হেদায়েত
তার কি লাগে পীর?
ধরতে কি হয় কাবার ঈমাম?
কোরবানিতে শির?
রোজ ভোরে সে এমনি উঠে
তার লাগে না ঘড়ি,
মসজিদে যায় নামাজ পড়ে
কর্মে তো নেই দেরি!
অভাব কি তাঁর যায় না ছুঁয়ে?
দুঃখ জ্বরায় ঝড়?
বিপদ কি মন আস্তো রাখে?
যায় না ছেয়ে ধড়?
দুনিয়া তার ব্যবসায়ী ঘর
পূন্যে করে সদাই,
কষ্টে তো সে ভয় নাহি পায়
শয়তানে হয় লড়াই!
ভয় তো তাহার শয়তানে হয়
নফস্ যদি দেয় ধোঁকা,
আবার যদি লোভ লালসার
মস্তকে পাই পোকা?
২৮/১২/২০২৪ ইং
চট্টগ্রাম।
বিদ্রঃ কবিতাটি গতকালকের। হয়তো অসাবধানতাবশত মুছে গিয়েছিল। তাই আজ আবার পোস্ট করা হলো।