বাইবেল গীতা হোক ত্রিপিটক
যতোই পড়ো পুরাণ,
রাখলে কোথা কোন নিয়মে
সংখ্যা লঘুর সম্মান?

পাগড়ী মাথায় তসবি হাতে
পকেট পুরে কোরআন,
যতোই দেখাও মসজিদে যাও
ঠুকছে মাথা শ্রীমান।

চোখ যদি তোর অন্ধ থাকে
তুলে দেয়াল ধর্ম,
নিষ্ফলা তোর কর্ম জীবন
বুঝবি কি তার মর্ম?

স্রষ্টার চোখে নাই ভেদাভেদ
সকল মানব সমান,
সংখ্যা লঘু নাম দিয়ে তার
কেমনে গড়িস ঈমান?