দয়ার খোদা তোমায় খুঁজি কোথায় তোমার বাস?
থাকতে বেঁচে দিয়ো দেখা মেটায় মনের আশ।
তত্ত্ব কথা নাই-বা বুঝি
সরল পথেই তোমায় খুঁজি
পাবো যখন তোমার দেখা আমার নিয়ো শ্বাস..।
বুকের ভেতর উথাল পাথাল যখন করে মন
নামাজ পড়ি রোজা রাখি পরকে বিলাই ধন।
তবুও খোদা মন ভরে না
কোথায় তুমি কেউ বলে না
প্রবোধ গুনি মরার পরেই মিটবে উচাটন।
দিনের বেলা সূর্য দেখি রাতে বেলায় চাঁদ
পাহাড় খুঁজি জমিন খুঁজি, খুঁজি গভীর খাদ
স্বপ্ন তবুও দেয় না উঁকি
শূন্যে উড়ে মনের পাখি
কেমনে বলো দয়ার খোদা মনটা কে দেই বাঁধ?
১০/০৮/২০২৩
ভেলোর, ভারত।