এমনি আমার হয় না নামাজ
সূরা কেরাত ভূল,
জিকির আজকার সব ভুলেছি
যদিও পাকে চুল।

নিয়ম কানুন যদ্দুর জানি
তাও মানি না সব,
সকাল সন্ধ্যা পাপেই ডুবে
কখন ডাকি রব!

আজকে যখন হিসেব কষি
দেখছি সর্ষে ফুল,
কবর চিন্তায় ব্যাকুল রে ভাই
পাই না ভেবে কুল।

সেই সে আমি করবো বিচার
পরের ধরবো দোষ!
সময় টা কই বলবো কাফের!
কাকে করবো খুশ?

১১/০৭/২০২৪ ইং
চট্টগ্রাম।