সবাই যখন চেটেপুটে খাচ্ছে লুটে
তুমি, কে হে ভায়া মানিক চাদু
আমায় দেখে ভ্রু উঁচিয়ে, কেনো তোমার চোখ টা রাঙাও?
চাঁদ যদি তার তাঁরার সাথে স্ব-ইচ্ছাতে
অন্ধকারে চায় সে ডুবে ঘুমটা দিতে
দায় কি তোমার শুধুই একার?
একাই তুমি রুখবে তারে দূর্নীতিতে!
অবসরে মনের কোনে কেনো তুমি মাটি খুঁড়ে কবর সাজাও?

বলি হরি সাহস তোমার, জানো তুমি?
কার পিছনে লাগবে বলে আসলে তেড়ে বাশটা দিতে!
বাঘের মুখের খাবার কেঁড়ে
কোন দুখেতে অঘোরো প্রাণ চাইছো দিতে?
কেউ বলেনি, যাচ্ছো কোথা?
বে-ভুল তুমি দেখছো কেনো মৌচাকেতে হাতটা নেড়ে?
কেউ দেয়নি জ্ঞান! জলের কুমির জলেই ভালো
ডাঙ্গায় গেলে কুকুর শিয়াল খাবলে খাবে
এই বয়সেই অমূল্য প্রাণ এমনি দিবে?

চাদু ভায়া বলছি শোনো, সময় এখন ভিন মানুষের
নীতি কথা সত্য ভুলে
সবাই এখন সামনে চলে, মামা চাচা চাপার জোরে!
যখন যা পায় চোখের সামনে মুরগী বানায়,
তেল তো আছেই
ছিলে ধুঁইয়ে দইয়ে ভাজে চিড়ায় ভিজায়
আরামসে তার দিন কেটে যায়।

১২/০৬/২০২৩
চট্টগ্রাম।