ধন সম্পদ নয় রে বড়ো
বড়ো হলো ঈমান,
আল্লাহ তে যার অগাধ বিশ্বাস
ধৈর্য্যতে দেয় প্রমাণ।

ঈমানী লোক হাসতে পারে
দুঃখ পারে বইতে,
গভীর রাতে রব এর কাছেই
কষ্ট পারে কইতে।

ধন সম্পদ তো ক্ষণিক প্রাপ্তি
লোভ টা ছড়ায় মনে,
হিসেব আরো করবে কঠিন
রোজ হাশরের দিনে।

সম্মানি লোক পায় সে সম্মান
নয়তো কেবল ধনে,
বাড়ায় না মান পোশাক আশাক
অহংকারীর দানে।

দেখবে পন্ডিত অসংখ্য লোক
পাচ্ছে সম্মান গুনে,
রব-ই তো দেন ঈমান-ই চাও
ধন-ই জমবে মনে।

২৮/০৬/২০২৪ইং
ফেনী।