হতাম যদি নিঃস্ব ফকির
চাষাভুষা কুলি,
মন কে বলতাম, "তুই ভিখারি
তোরও শূন্য ঝুলি।"

হতাম যদি মগজ শূন্য
গণ্ডমূর্খ পিতা,
বুঝ টা নিতাম, তাই চিনি না
অজেয় সুখ ছাতা।

হতাম যদি নখ দন্তহীন
বিকলাঙ্গ পঙ্গু,
প্রবোধ গুনতাম, অপরাগ তাই
হয়নি ছুঁয়া সিন্ধু!

পুত্র কেঁড়ে আল্লাহ শেখান
যতোই ভিজুক পর্দা,
ধন দৌলত বা দেহের শক্তি
মূল্যহীনও বিদ্যা।

১২/০৫/২০২৪ইং
চট্টগ্রাম।