এখন আমার নিজের জন্যও
নেই ব্যাস্ততা
          নেই কোলাহল
আবেগ ধরার শব্দজট।

এখন আমি এমনি হাঁটি
রাত্রি বেলা
             ঝিলের জলা
অসীম আকাশ ভাগ্যতট!

এখন আমার নেই পিছুটান
মৃত্যু ভয়ের
            গহীন ক্ষয়ের
ভাঙতে বিধি নিধির গান।

এখন আমি উড়োন চন্ডী
কালের স্বাক্ষী
            পেঁচা পক্ষী
কলার ভেলা যন্ত্র যান।

২০/০৪/২০২৪ইং
চট্টগ্রাম।