ঘর ভর্তি তোর হাতের স্পর্শ
সুখের স্মৃতি মগজে,
চাইলেই কি আর ধূলোর মতো
বৃষ্টি মুছায় সহজে?
তোর বিছানার নরম বালিশ
হাতের ছোঁয়া কাগজে,
দাগ কেটে যায় মধুর স্মৃতি
মেঘ ছুঁয়া সেই সাজেকে।
তোর প্রিয়ো সেই গল্প বলা
কফির দৃশ্য চুমুকে,
খালিই পড়ে তোর সিংহাসন
শূন্য মাখা মুলুকে!
তোর সে হাসি মুখ ভরা ডাক
"আব্বু, আব্বু" নজরে,
দুঃখ কেনো আঁচড়ে পড়ে
বাজায় ঘন্টি পাঁজরে?
১৮/০৪/২০২৪ইং
ময়মনসিংহ।