আমার না-কি ধন ভান্ডারের
একটা রতন কম,
আড়াই ইঞ্চির পোড়া কপাল
যমের ঘরে দম।
"মুখ পোড়া তুই কাঁদবি এখন
দুঃখে জনম ভর,".
সঙ্গে জুড়ে, "অভাগাদের
এমনি ভাঙে ঘর।"
নয়তো কারো এমনি হারায়
অযত্নে রয় ধন?
নিশ্চিত ছোড়ার বাতাস লেগে
ঠিক বিষেছে মন!
হিসেব কষি ছিলোই না যা
আমার সে তো নয়!
নিয়েই যদি হন খুশি খুব (আল্লাহ)
আমার কিসের ভয়!
৩১/০৫/২০২৪ইং
খুলনা।