গাড়ি বাড়ি মুখ দেখে তার ভাবিস না ভাই সুখী,
কষ্ট কি গায় লেপ্টে থাকে! ভাববে লোকে দুঃখী?
সদা হাস্য পূর্ণিমার চাঁদ লুকায় যখন রাতে,
কান্না কি তার যায়রে শোনা, আসে স্বাক্ষ্য দিতে?

সুবিশাল ঐ আকাশ কাঁদে, কাঁদে শুকায় সাগর
পাহাড় কাঁদে মরুর দেশে দুঃখ জাগায় পাথর।
ফুল কাঁদে তার অকাল প্রয়াণ যাচ্ছে বলে ঝরে
প্রেমিক কাঁদে প্রেম বিরহে মুখটা আলো করে।

রাজ যে পতি রানীর সাথী ঝরায় জল টা ঘরে
না পাওয়া সুখ বাবা ডাকটা পুড়ায় অন্তঃপুরে।
এই যে এতো আলো হাসি জগৎ জুড়ে সুখটা,
সব অভিনয়! সামনে হাসে! কাঁদে লুকায় মুখটা।

১৪/০৩/২০২৪ইং।
ময়মনসিংহ।