পাহাড় কাঁদে আকাশ ছুঁয়ে
না পেয়ে সে জল,
নদীর দুঃখ মাঝ দরিয়ায়
স্বপ্ন জুড়ে স্থল।
পাড় ভেঙে যে হারায় দুকূল
তার দুঃখ নদী,
মরুর দুঃখ শুষ্ক হাওয়ায়
বৃক্ষহীনা গদি!
গাছের দুঃখ পত্র ঝরা
সুবাস ছাড়া ফুল,
নারীর দুঃখ পিতৃ বিয়োগ
পুত্র ছাড়া কোল।
প্রাপ্তি ছাড়া কেউ সুখী নয়
ব্যাপ্তি হলো মূল,
ধনী গরীব ধন কিছু নয়
অধিক চাওয়াই ভুল।
১৯/১১/২০২৪ইং
চট্টগ্রাম।