এই যে এতো দান দক্ষিণা
তিতিক্ষা আর ত্যাগ,
ঘাটের পয়সায় শ্রাদ্ধ টা তাঁর
দেখায় পাচ্ছে বেগ।
ক'জন বলো মন থেকে দেয়
বিলায় নিজের ধন?
নামেই মানুষ সব সাধু নয়
কালোই তাদের মন।
চাঁদার টাকায় দেয় খিঁচুড়ি
কম্বলও পায় ত্রান,
ভাবখানা তাঁর দিল দরিয়া
নিবেদিত প্রাণ।
শুধু কি তাই! তুলবে ছবি
রাখবে কাঁধে হাত,
দেখবে সবাই জনসেবায়
নেতার জেতা মাত!
লক্ষ্য তাদের লোক সেবা নয়
স্বার্থ সিদ্ধি ভোট!
সব ক'টা চোর মুখোশ ধারী
ঐক্যে বাঁধে জোট।
২০/১২/২০২৪ ইং
চট্টগ্রাম।