নিজেই নিজের ঢোল পিটিয়ে
করিস কিসের বড়াই?
বাক বক্তৃতায় গাল দিয়ে তুই
উষ্কে তো দিস লড়াই।

কলম ছেড়ে প্রনাম ভুলিস
তরবারি নিস তুলে,
নর বলি দিস মলম মাখিস
ধর্ম কে যাস ভুলে।

জাত প্রেতেতেই লক্ষ্য নিশান
হিন্দু মুসলিম দাঙ্গা,
মুন্ডোপাত তো মানব ধর্মের
দল কে করিস চাঙা।

পরশ পাথর ভোটের আসর
আপন কে দিস ধোঁকা,
কাপের পিরিস বিস্কুট-ই দিস
সব ছাগল-ই বোকা।

১০/১২/২০২৪ ইং
চট্টগ্রাম।