আগে দেখতাম বগল গাদায়
        বই টা নিতো
        কলম ধরতো
দৌড়ে যেতো স্কুলের পাঠে,

এখন নিচ্ছে বাপের টাকায়
          কেজি অর্ধ
          আলু সিদ্ধ
শিখতে সুপ্ত স্কুলের মাঠে।

মেম গুলো সব বেত টা ফেলে
         নাচে ব্যাস্ত
         রাঁধে পোস্ত
হাসিখুশি খাচ্ছে গোস্ত।

স্যার গুলো সব ব্যাঙের মতো
         লাফায় কুলে
          বাদুড় ঝুলে
শিখছে শিখন করতে ন্যাস্ত।

০২/১২/২০২৩
কাকরাইল, ঢাকা।