মাচাঙ ঘরের মটকা থেকে
আকাশ যখন
শীত টা গুলে ধরায় ঢালে,
ভার কুয়াশায় নিজের হাতে
হিম টা নেড়ে
লাগায় দোলা বায়ুর পালে!
বদ পাজি ঐ দিন টা তখন
রাতকে ঠেলে
সঙ্গী খোঁজে শিশির কোলে,
কোন বাহাদুর বিছনা ছেড়ে
সঙ্গ দিতে
দেখায় সাহস দুয়ার খোলে?
আমি গোলাম ঠান্ডা ভয়ে
মুখটা ঢাকি
বন্ধ রাখি সংকেত বার্তা,
দুপুর বেলা চোখ টা খুলি
পেয়ে কতোক
মায়ের হাতে লাঠি গোত্তা!
০৫/০২/২০২৪ইং
চট্টগ্রাম।