শুনেছিস ভাই দেশের খবর?
বিশ্বে গেছে রটে!
এমন নাকি আর ঘটেনি
এই বাঙালীর তটে।

কেউ ভাবলো ফাটলো বোমা
যুদ্ধ গেছে বেঁধে,
সীমান্তের তাঁর রক্তে আবার
ইলিশ নিছে সিঁধে।

নয়তো সাগর উত্তাল ঢেউয়ের
মানচিত্র চায় চোরে!
বাড়লো কি দাম ডজন ডিমে!
দেশ ঘিরেছে চরে?

শেষে জানলো আম জনতা
রাজা গেছেন ট্যাুরে,
জ্ঞানীর সাথে পার্সি কুকুর
টম এসেছে ঘুরে।

১৫/০৯/২০২৩
চট্টগ্রাম।