পেঁয়াজ ছেড়ে রসুন ধরে     নইলে আদা এলাচ দানা
                      লঙ্কা কাঁচা ঝাল,
চিনি আটা দুধের কৌটা      সুজির দানা খাদ্য খানায়
                    সিন্ডিকেটের জাল!

মিষ্টি ফল ও রোগীর পথ্য      লুকায় খাতা দামের তথ্য
                      চালে গুটির চাল,
পাশের দেশে বন্দ্ রেখেছে    দামের সাথে তাই বেড়েছে
                     সিন্ডিকেটের জাল!

গোস্ত কি ভাই আলুয় চলে        উর্ধে উড়া দামের ঘোড়া
                      ডুবায় মাঝির পাল,
গরীব দুঃখী নস্যি মশাই     করে ঘায়েল জলের বোয়াল
                     সিন্ডাকেটের জাল!


মুনাফা খোর অর্থ লোভী      ডাকো যতোই ভীষণ পাপী
                     তাদের আছে ঢাল,
তরমুজে তাই দাম বেড়ে যায়  খেজুর নিয়ে উল্টো বিছায়
                     সিন্ডিকেটের জাল!

১৮/০৩/২০২৪
চট্টগ্রাম।