ধূসর কালো ছিন্ন শাড়ি দু'পা শূন্য মল,
নাইবা পারি দিচ্ছি কথা মুছবো চোখের জল।
মাঘ মাসের ঐ পূর্নিমাতে কাঁপাস যদি ধর,
খড়ের গাদায় দুজন শুয়ে দুঃখ দেবো পর।

পড়শি পত্নীর বিদেশ ভ্রমন বিষায় যদি মন,
বলিস ভোরে আনবো ঘুরায় কাঁশফুলেরই বন।
ব্রহ্মপুত্রের তীর ঘেষে তোর বাঁধবো সুখের ঘর
চান্নি-পসর জোছনা রাতে হাঁটবো দু'জন চর।

দুঃখ যদি ভুলায় তোরে দিনকে বানায় রাত
মান ভাঙাতে খাইয়ে দেবো লোকমা ভরা ভাত।
ভাত কাপড়ে অভাব থাকুক ধন শূন্য থাক বুক
থাকলে প্রিয়ো হাত টা ধরে শিকল বন্দী সুখ।

২০/০২/২০২৪ইং।
কুমিল্লা।