রাজনীতি আজ মাঠ পেড়িয়ে
কচি-কাঁচার স্কুলে,
গাছ কে শাসায় দলের রং টা
আনতে হবে ফুলে।
মূল কেটে তাই কান্ড ছাঁটে
পাতায় আনবে ছন্দ,
বাকল ছিঁড়ে রং করে তায়
ছড়ায় যদি গন্ধ!
বইয়ের পাতায় উল্টে দিয়ে
লিখে নতুন গল্প,
দল স্তুতি গীত নেতার সংগীত
পঠন অল্প স্বল্প।
দেয়ালে রং ঝাড়বাতি ফুল
পোষাক নাকি মূখ্য,
মীর জাফর তো স্বর্গ ভেবেই
বঙ্গে আনে দুঃখ।
১৫/১১/২০২৩
ময়মনসিংহ।