মহা জ্ঞানী মন্ত্রী মশাই
ব্যাস্ত এখন কুটনীতিতে,
চার চোখেতে দেখেন বিশ্ব
সিদ্ধ হস্ত দূর্নীতিতে।
রাজা যখন চোখটা বুজে
প্রজার চিন্তায় ধ্যানে মগ্ন,
মন্ত্রী তুলে তৃপ্তির ঢেঁকুর
খাবেন ভাজা মোরগ নগ্ন।
দেশে যখন ঝড় জলোচ্ছ্বাস
ধ্বংসে বাংলা ভূমিকম্প,
মন্ত্রী দেখেন নিজের লভ্য
খুশিতে পায় মারেন লম্ফ।
কাজের চেয়ে অকাজেতে
মন্ত্রীরা তাই অগ্রগন্য,
দেশ প্রেমেরই পরীক্ষাতে
পায় সে কেবল বিরাট শূন্য।
১৩/০৬/২০২৩
কুমিল্লা।