উৎ পেতে আজ শিয়াল শকুন
উৎ পেতে আজ হায়না,
দেশের ভেতর বাস করে সে
দেশের ভালো চায় না।
চায় সে ডুবুক সূর্য কিরণ
খামছে ধরুক বাঘে,
ফুল না ফুটুক চাঁদ না উঠুক
আকাশ ভরুক মেঘে!
রাজ পথে থাক মিটিং মিছিল
শহর ভরুক জ্যামে,
দূর্নীতি থাক রন্ধ্রে রন্ধ্রে
মানুষ মরুক শ্রমে।
বিপ্লবী ফল বিফলে যাক
গর্তে পরুক হাতি,
সব ভেসে যাক বন্যাতে থাক
ছড়াক জুজুর ভীতি।
স্বৈরাচারের প্রেতাত্তা আজ
চাইছে ধ্বংস লীলা,
শান্তি তাদের অশান্তি ময়
নস্যাৎ-ই হোক চলা।
০৮/০৯/২০২৪ইং
চট্টগ্রাম।