দুধ দিয়া তুই করলেই গোসল
হইবি পাপে মুক্ত?
গঙ্গা স্নানেও হয় কি পূন্য
ছুটলে পাপে ভক্ত?
মুখের দাড়ি সব লোকেরই
হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ,
কেউ সাদা আর কেউ গেরুয়ায়
চায়ও হইতে শুদ্ধ।
শুভ্রতার-ই জল ছিটালেই
হয় না হালাল রক্ত,
মন কালিতেও চাঁদ ডুবে যায়
হয় না ফজর ওয়াক্ত!
স্রষ্টাকে চিন সৃষ্টি কে নয়
প্রেম দিয়ে নে মন,
থাকবে না ভেদ এই পৃথিবীয়
লাগবে ভালো জন।
০৫/০৪/২০২৫ইং
চট্টগ্রাম।