ধান দেইনি! দান করিনি ভাত,
কতো চেঁচালো!
কমবে বলে পাহাড় থেকে ছাড় করিনি অর্থ!
এঁটোর ছলে দেইনি ছুঁতে ঘরের মেঝে,
আলমারিতে জমিয়ে জামা
উদোম গায়ে দূর ছুঁড়েছি এতিম ভৃত্য!
আজকে দেখি!
পায়ের নীচে মৃত্তিকাহীন স্বচ্ছ সলিল!
নির্লজ্জাতায় হাতের মুঠোয় চাইছি পেতে খাবার মুড়ি, শরীর বস্র শুঁকনো মাটি
একটু কেবল গুঁজার ঠাঁই!
খোদার বিচার,
বানভাসি আজ!
২৩/০৮/২০২৪ইং
চট্টগ্রাম।