আদর দিলেই হয় না মানুষ
সঙ্গে লাগে শাসন,
মুখের হাসি মন ভরালেও
শাসন চেনায় জীবন।

নদ যদি ঐ বাঁধ নাহি পায়
চলে নিজ খেয়ালে,
আঁচড়ে কুলে নীড় ভেঙে সে
কাঁদায় কিন্তু হেয়ালে।

আদর পেয়েই বনের বানর
চড়ে মাথার উপর,
শাসন পেয়েই রেসের ঘোড়া
দৌড়ে দাগের ভেতর।

ধমকে তার মন টা ভাঙলেও
পাবে সে ঠিক শিক্ষা,
কঠোর শাস্তির ভয় দেখিয়েই
ধর্মও তো দেয় দীক্ষা।

১৩/০৯/২০২৪ইং
ময়মনসিংহ।