সাক্ষী আমার আর কেহ নাই, আমি তেমনি একা
ঘর খুঁজলাম কাজের জায়গা, আড্ডাখানাও ফাঁকা।
জেল হাজতের পুলিশ সুপার, দেখলো চেয়ে চুক্তি
বললো আমায়,"সাক্ষী আনো, তবেই মিলবে মুক্তি।
নাই কি স্বজন বন্ধু ক'জন, করতো যারা ভক্তি?
নয়তো এবার সাক্ষী তোমার, হাত-পা অগ্নিমুর্তি!
বিচারপতির কঠিন বিচার, করবেন আরো সূক্ষ্ণ
তাতে কারো মিললেও মুক্তি, তোমার আছে দুঃখ।"
সেদিন কারো ছল-চাতুরি, খাটবে না এক রত্তি,
লও সুপারিশ বাবা মায়ের, চাইলে মুক্তি সত্যি।
০১/০৮/২০২৩
ভেলোর, ভারত।