পুরুষ মানুষ তার চোখে বিষ
দেখলে ধরে ঘেন্না!
বিয়ের পরে বউকে বলে
করগে উনুন রান্না!

নিজের করা ময়লা কাপড়
বউ কেনো ভাই ধুঁবে?
ছাও পোলাপান মানুষ করেও
ঘরেই কেনো রবে?

তাঁর যে বিদ্যা পুঁথির সনদ
সব কি যাবে জলে?
নিজের বলে কিচ্ছু কি আর
ভরবে না তাঁর থলে?

তাই তো নারী স্বাধীন চেতা,
নিজে করে কামাই,
মার্কেটে যায় বিদেশ বেড়ায়
পুরুষ কেয়ার থোরাই।

ওরে পাগলী তোর ভুলে তুই
দোষটা দিবি কাকে?
থাকলে জামাই ধরবি তারে
পারবি দিতে বকে।

২১/১১/২০২৪ ইং
ময়মনসিংহ।