ঠান্ডা বাসী খাবার কে দেয় টাটকা নামের তকমা,
ঘর্মে ভেজা হাতেই গুলছে মন্ডা মিঠাই লোকমা।
বেকারীর সেই বানান মিষ্টি বলছে এসে ঘরের,
পুকুরে চাষ মাছ নাকি তার ব্রহ্মপুত্র নদের!

ফার্মে পোষা মুরগী টা তাই পাহাড়ি বন মোরগ!
ঢেঁকি ছাটা চাল-ও নাকি রাখছে দুর সর্বরোগ!
ফুচকাতে ভাই ড্রেনের পানি আখেতে বিষ দানা,
প্যাকেট জুসে কুঁমড়ো পটল রং মিশিয়ে খানা।

কার্বাইড দেয়া কাঁচা ফল টা নিমিষেই গাছ পাঁকা!
দুধের সাথে জল মিশিয়েই ঘুরায় ভাগ্য চাকা।
অসৎ পথের ওসব কথা বললেই আসে তেড়ে,
ডান্ডা দিয়েই করবে ঠান্ডা বাকি বুঝবে পরে!

১০/০২/২০২৪ইং
সুনামগঞ্জ।