দু'নালা বন্দুক সাইলেন্সসার পিস্তল
করতলে লাগেনি চাবুক;
পিঠের উপর ছুরি কাঁচি;
পড়েনি অঙ্গে কারো কাঠ কয়লা খুন্তির দাগ।
লাগেনি কাঁসার ঘটি মমতার ছরি
বুকের উপর গরম জল
হয়নি প্রয়োজন চিবুকের থাবা;
করেনি গরম বাক্য বিনিময়, ছড়ায়নি দল উষ্ণতা
লাগেনি হাঁটা, অট্ট হাসি শ্বাস রেখে পদতল।
সুহাসিনী নারীর দুই নয়ন
যুগে যুগে চিরকালই নীরবে করেছে শাসন,
পুরো পৃথিবীর সব পুরুষের মন।
০৭/০৮/২০২৩
ভেলোর, ভারত।