বোমায় উড়ে যাক মাথা তাঁর
হোক নিশ্চিহ্ন দেহ,
মরুক মানুষ পিঁপড়ের মতো
আমার তো নয় কেহ!

নয় জাতি ভাই রক্তের দোহাই
মুখের ভাষাও ভিন্ন,
জায়গাটা যার দেশটাও তাঁদের
কাঁদিবে কোন সৈন্য?

গুটিয়ে হাত সড়ে দূর পাশ
দোষে ওঁরা ভাগ্য,
গাজার পুরুষ হয়নি মানুষ
স্বাধীনতার যোগ্য!

ভাবখানা এই দায় আর নেই
এড়িয়ে এঁটে খিল,
ঘাপটিতে রয় হয় না সরব
রক্ষীবে আবাবিল।

কিছুদিন পর হয় যদি ঝড়
ভাঙিলে নিজ গৃহ,
ফিরিবে ফের আদর্শের জের
আসিবে কি কেহ?

০৬/০৪/২০২৫ইং
চট্টগ্রাম।