চার দিকে রব বেতন বৃদ্ধি
পদোন্নতি ভাতা,
সরকারি হোক পদ পদবি
সঙ্গে পোশাক ছাতা!

সচিবালয় শহীদ মিনার
পতাকা বাঁধ গর্জন,
চায় পুরোনো চাকরি টা তার
মৃত বাঘের অর্জন।

শুধু কি তাই! পিএফ জিএফ
দিতে হবে পেনশন,
যোগ করো তায় টিএ ডিএ
প্রার্থী করে মেনশন।

বলছে কি কেউ আইন করো
নিষিদ্ধ তেল মর্দন?
বেআইনী কাজ টাকার পাহাড়
কুমির ধরো সজ্জন?

শপথ তো নেই কারোর মুখে
খাবে না ঘুষ অর্থ,
মেধায় জোরেই গড়বে স্বদেশ
অগ্রে দেশের স্বার্থ।

১৮/০৮/২০২৪ ইং
চট্টগ্রাম।