বড্ড ভীতু গো বেচারারর, পিট টা রাখে টান,
তবুও সদাই মান নিয়ে যার, তুমি সন্দিহান!

ডিমের বদলে ভীম টা আনে, নুনের বদলে চুন,
নিজের ধন টা দেয় বিলিয়ে, এমন-ই তার গুন।

সেই সে গাধা তোমাকে দেয়, পুরো মাসের মায়না,
এমন কি সে হাত খরচের ধরেও না তার বায়না।

দুপেয়ে সেই অধম প্রাণীর, চাও কি জানতে নাম,
তোমার মুখে হাঁদা বেক্কেল, বন্ধুরা কয় রাম।

২৫/০১/২০২৪ইং
কুমিল্লা।