মুখ টা দেখে বারবার ভাবি
ভাগ্য কেনো এমন?
তোকেই কেনো সইতে হবে
দুঃখ জ্বরা জীবন?
যে বয়স তোর বন্ধুর সাথে
থাকার কথা মাঠে,
হাসবি গাইবি শিখবি নতুন
মন টা দিবি পাঠে!
সেই সে তোকে কোন কারণে
থাকতে হবে শুয়ে?
চোখ টা কেনো রাখবি ভবে
অশ্রু দিয়ে ধুয়ে?
তোর চেয়ে তোর অধম বাপ-ই
পাপ করেছে বেশি,
কতো লোকের হক মেরে সে
কথার দোষেও দোষী।
তবুও আল্লাহ তারেই কেনো
দেয়নি তোর সে অসুখ?
পাপের সাজা দিতেই কি আজ
আমার কেঁড়েছে সুখ?
০৪/০৯/২০২৩
টাঙ্গাইল (মৈত্রী ট্রেন)।