ধবল সাদা গন্ধরাজেই
গন্ধ থাকে বেশি,
চায় কে বলো রাতের ফোটা
গোলাপ রাশি রাশি?

রাতের ঝরা শিউলি বকুল
মুগ্ধতাতে যাই ভাসি,
কোন সে দানব এড়ায় সুবাস
রজনীগন্ধার হাসি?

রঙিন আলোর পিছন কালো
অন্ধকার রয় মিশে,
রংধনুর ঐ সাত রঙেতেও
সাদাই থাকে মিশে।

২৩/১০/২০২৩
চট্টগ্রাম।