ফর্সা কালো রূপ দেখে তার
করো না গুনের বিচার,
মুখের কথার মূল্য অনেক
করে যদি সদাচার।
গোবরে জলেও পদ্ম ফোটে
ছড়ায় সৌরভ শুদ্ধাচার,
অধিক বর্ষণ ঘটায় দূর্যোগ,
বৃষ্টিতেও হয় অপকার।
. তুমি যারে ভাবছো মুমিন
. পূন্যে ভরা জলাধার,
. হয়তো বা সে অধিক খারাপ
. স্রষ্টাতে সে গুনাহগার!
. তাই বলি কি হোক পরিষ্কার
. অন্তর মুক্ত অহংকার,
. গীবত ছাড়ো মূল্য তো দাও
. কেনো হবে কদাকার?
২৭/০৬/২০২৪ইং
চট্টগ্রাম।