পিতার কাছে চাইছি জীবন
মায়ের কাছে রহম,
ভাই-বোনেদের দেখায় অভাব
বলছি হতে নরম।
বসের কাছে চাইছি বেতন
লোকের কাছে খাদ্য,
হাত পেতে চাই ধন দৌলতও
কবির কাছে পদ্য।
প্রেম প্রীতি চাই প্রিয়ের মাঝে
মানব মাঝে হৃদ্য,
নেতার কাছে চাইছি সমাজ
ফুলের মতো পদ্ম।
ওরে অধম যার কাছে চাও
সেই অভাবী দুস্থ,
ফুলের পারগ বলছে অভাব
খোদায় তুলে হস্ত।
তাঁর কাছে চাও যার পৃথিবী,
যিনি করেন সৃষ্টি,
তার কাছে নয় যে পারে না
রৌদ্রদাহে বৃষ্টি।
০৮/১০/২০২৪ইং
চট্টগ্রাম।
(মানুষের সকল চাওয়াই চাইতে হবে মহান স্রষ্টার নিকট।)