রক্তেরা দানা বাঁধে, রক্তরা দেয় অভিশাপ,
ফুলেরা চায় উন্মুক্ত আকাশ নিরাপদ পথ
নিজেদের অধিকার।
বুলেটে দিলে শান্তির বার্তা, অস্রেই ধুয়ে নিলে পাপ,
রক্তেরা দানা বাঁধে, রক্তরা দেয় অভিশাপ।
আমি বাহান্ন দেখিনি, দেখিনি স্বজন হারা একাত্তর
তুমি চব্বিশে চেনালে জাত,
দাম্ভিকতায় অকারণ ছড়ালে ক্ষমতার সংঘাত,
মধ্য আকাশেও সূর্য হেলে পড়ে, রেখে যায় দুপুরের ছাপ
তুমি ছড়ালে বৃক্ষের ফুলে বারুদের ধোঁয়া হিংসার তাপ
রক্তেরা দানা বাঁধে, রক্তরা দেয় অভিশাপ।
মৃত্যুতেই যদি হতো শেষ, মুছে যেতো আগুনের দাগ
মৌনতা ভেঙে উড়তো না পাখি
শূন্য হাতে মিথ্যের আকাশে দিতো না কভু বিল্পবী ডাক,
হিটলার মুসোলিনি গাদ্দাফি কেউ পারেনি ঢাকতে ইতিহাসের কলঙ্ক পতনের বাক।
তুমি ভুলে যেওনা মৃত্যুতে ওরা মরে না,
স্বৈরাচারী শাসকের মসনদের নাড়ায় ভীত বাড়ায় চাপ,
রক্তেরা দানা বাঁধে, রক্তরা দেয় অভিশাপ।
২৮/০৭/২০২৪ইং
চট্টগ্রাম।