ভিজতো যদি সারা শরীর
অঘুম থাকতি রাত,
দেখতি বসে কেমন লাগে
চেয়ার খানায় কাত!
মশার কামড় ঘামে ভেজার
লাগতো নানান স্বাদ,
যাত্রা পথের ক্লান্তি কুঁড়োয়
ভুখাই দিলাম বাদ।
নিঝুম রাতের একলা পথে
চোর ডাকাতের ভয়,
কাঁড়লে এ প্রাণ বাঁশ তলাতে
পায় যদি ভূত জয়!
বিপদ ভয়েও সামনে এগোই
চাই ফিরতে বাড়ি,
মুখ গুলো যে অধির অস্থির
চায়* সময় ঘড়ি!
০৪/০৭/২০২৪ইং
কুমিল্লা।
*চায়- তাকানো।