রাসূল আপনার পায়ের ধূলি
মাখবো বলে গায়ে,
এসে দেখি মসজিদ প্রাঙ্গণ
পাথর দিয়ে ছেয়ে।

যেই মদিনার অলি গলি
হেঁটে শুনায় বাণী,
দিতেন দাওয়াত, "আল্লাহ এক,
রাসূলকে লও মানি।"

আজ সেখানে পিচ ঢালা পথ
বিশাল অট্টালিকা,
চোখ দুটি মোর খুঁজে হয়রান
রাসূল তো নেই সেথা!

আজ বারবার সেই তলোয়ার
চোখে ভাসে খন্জর,
উড়ায় ধূলো ছুঁটছে আলো
মদিনার পথ প্রান্তর।

সঙ্গে খেজুর মশকের জল,
ছিলো যার সম্বল,
মন ভেবে তায় সেই নেয়ামত
চোখ করে টলোমল।

১৬/১০/২০২৩