রাজনীতি এক নাট্য শালা
দেয় বিনোদন রঙ্গ,
দর্শক সেথা আম জনতাই
মঞ্চ হলো বঙ্গ!

চরিত্র যার একই রকম
মূকানিভয় অঙ্গ,
সুযোগ বুঝে ডিগবাজি খায়
নেয় পাল্টে সঙ্গ!

হরেক রকম পোশাক পড়ে
মঞ্চ নাচায় নন্দ,
দাঁড়ি গোঁফ আর চুলও ছাঁটে
লাগায় চোখে দ্বন্দ্ব।

ভালো পারে আবৃত্তি সে
মিথ্যে মেশায় ছন্দ,
জিতে গেলে ঝাল মেটাতে
লোকের ধরে স্কন্ধ।

১৫/০৮/২০২৪ ইং
ময়মনসিংহ।