তোর বাগানে শিয়াল শকুন রাখছে ঘিরে নজর,
ফল নয় ভাই দেয়াল ভাঙার খুঁজছে কেবল ওজর!
ঝান্ডা ডান্ডা লাল পতাকা যতোই উড়াস নিশান,
লাভ নেই আর দখল করার মাইকে দিচ্ছে বয়ান।

তুই নাকি ভাই রক্ত চুষিস একলা করিস ভক্ষণ,
তোর ফল-ই সব জায়গায়! নয়তো ভালো লক্ষণ।
সার দিতে তাই মালির ছলে চাইছে গাড়তে শিকড়,
দুই একটা গাছ উপরে তাতে ভরবে তাতে কাকঁড়।

ডাল কান্ড মূল ছেঁটে আবার চাইছে দিতে আকার,
ফল যেনো হয় তাদের মতো রসদ লাগে পাকার!
ফল খাওয়া তার বাহানা ভাই চাইছে করতে গর্জন
ঘাড় ভেঙে তোর ছই ঘুরাবে এটাই তাদের অর্জন!

০২/০৪/২০২৪ইং
চট্টগ্রাম।